Title
Noakhali Times
Go Home
Category
Description
Address
Phone Number
+1 609-831-2326 (US) | Message me
Site Icon
Noakhali Times
Tags
Page Views
0
Share
Update Time
2022-10-17 20:14:10

"I love Noakhali Times"

www.noakhalitimes.com VS www.gqak.com

2022-10-17 20:14:10

#welcome_bar { width: auto; height: auto; display: block; text-align: center; line-height: 1.6em; padding: 8px 20px; background: #FC4F3F; color: #fff; position: relative; font-weight: normal; font-size:15px; }#close_welcome_bar{background: #E74636; display: inline-block; cursor: pointer; padding: 8px 15px; position: absolute; top: 0px; right: 0; font-weight: bold; font-size: 18px; border-radius: 0 3px 3px 0; border-left: 1px solid rgb(181, 31, 17); }#close_welcome_bar:hover { background: #F04F3F}#welcome_bar a{background:#fff;color:#6ba4d3;padding:2px 6px;border-radius:4px;margin-left:5px;font-weight:600;}#welcome_bar a:hover{background:#FC4F3F;color:#fff;} সংবাদ শিরোনামলোডিং...হোমবিজ্ঞাপনযোগাযোগ Menu প্রচ্ছদস্থানীয়_নোয়াখালী_ফেনী_লক্ষীপুরআন্তর্জাতিকজাতীয়বিনোদনখেলাধুলাসারা বাংলারাজনীতিঅন্যান্যবিজ্ঞান ও প্রযুক্তিসর্বশেষস্থানীয় সব দেখুনজাতীয়সব দেখুনরাজনীতিআন্তর্জাতিকসব দেখুনসারা বাংলাসব দেখুনমুক্তমত সব দেখুনবিনোদনবিজ্ঞান ও প্রযুক্তিস্বাস্থ্যকোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিতby Munna কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতানোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসের শুরুতে একটি র‍্যালি প্রদক্ষিণ করে।পরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ যোবায়ের হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোম্পানাীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেজবা উল আলম ভূঁইয়া প্রধান অথিতির বক্তব্য রাখেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: বেলাল হোসেন, সিপিপি সদস্য হরিপদ মজুমদার, এসময়ে উপস্থিত ছি়লেন কোম্পানাীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এএইচএম মান্নান মুন্না, ফায়ার সার্ভিস ইউনিট অফিসার মো জামিল মিয়া, দুর্যাোগ প্রস্তুতি বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন'র (সিপিপি) সদস্যবৃন্দসহ স্কুলের শিক্ষার্থীরা। আলোচনা পূর্বে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে।বিস্তারিত পড়ুন কোম্পানীগঞ্জে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধারby Munnaকোম্পানীগঞ্জ ( নোয়াখালী ) প্রতিনিধি ঃনোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ লাশ উদ্ধার করা হয় মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে।পুলিশ সূত্রে জানা যায়, চরফকিরা ৮নং ওয়ার্ডের চরকচ্ছপিয়া গ্রামের ভূমিহীন বাজারের দক্ষিণে বজু চেয়ারম্যানের খামার বাড়ীর পাশে চাপরাশি খাল থেকে এ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তকারী কর্মকর্তা জয়দ্রত চাকমা মঙ্গীণ পুরুষ লিঙ্গের ৮/১০দিনের একটি অর্ধগলিত লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, এ লাশ জোয়ারের পানিতে ভেসে এসে চাপরাশি খালের তীরে ফসলী জমিতে ভেসে উঠে। পরে স্থানীয় লোকজনের নজরে আসলে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসে।থানার পুলিশ দর্শক (তদন্ত) এস.এম মিজানুর রহমান জানান, ২০/২৫ একটি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।বিস্তারিত পড়ুন কোম্পানীগঞ্জে জামিনে এসে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন, শোক কাটতে না কাটতে আতঙ্কের চাপ কৃষক হালীম'রby Munnaকোম্পানীগঞ্জ( নোয়াখালী) সংবাদদাতা:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষক আব্দুল হালীম’র বসত ঘরে অগ্নিসংযোগে জড়িত ঘটনার মামলার আসামীরা জামিনে এসে হত্যার হুমকি’র প্রতিবাদে মানববন্ধন করা হয়। এ মানববন্ধন অনুষ্ঠিত হয় আজ সোমবার( ১০ অক্টোবর) সকাল ১১ঘটিকায় চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে।মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে সমাজ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলাল লিখিত বক্তব্যে বলেন ৮নং ওয়ার্ডের ভূমিহীন, কৃষক আব্দুুল হালীমকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার জন্য এলাকার মাদক সেবী ভূমিদস্যুবাদ সন্ত্রাসী আবু ছায়েদ মানিক এর নেতৃত্বে গত ২০ সেপ্টেম্বর গভীর রাতে কৃষক আব্দুল হালীম’র পরিবারে সকল সদস্যকে ঘুমের আচ্ছন্ন থাকা অবস্থায় বসত ঘরে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় কৃষক আবদুল হালীম’র স্ত্রী বিবি আয়েশা বাদী হয়ে আবু ছায়েদ মানিককে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ মামলার অপর আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করলেও মামলার প্রধান আসামীসহ কয়েকজন অপরাপর আসামী পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আদালত থেকে জমিনে এসে ফের কৃষক আব্দুল হালীমসহ তার পরিবারে সদস্যদের জবাই করে হত্যার হুমকি দেয় ভূমিদস্যু আবু ছায়েদ মানিকসহ তার সাঙ্গপাঙ্গরা। কৃষক আব্দুল হালীম এর ঘর পোড়ার শোক কাটতে না কাটতে হত্যার হুমকির ভয়ে আতঙ্কের চাপ পোহাতে হচ্ছে। তাকে ভিটে বাড়ী থেকে উচ্ছেদ করার জন্যে ভূমি দস্যুরা এ চক্রান্ত গুলি করে যাচ্ছে।মানববন্ধনে নারী-পুরুষ অংশগ্রহণকারীরা আরো বলেন, এ অসহায় পরিবারের পাশে দাঁড়ানো যে কোন সচেতন মানুষ তার মানব জন্মের দায় মনে করি। মানুষ পরিচয়ে থেকে কিভাবে ভয়ানক, অমানুষে রুপান্তর ঘটালো সেটা নিয়ে এলাকার সাধারণ মানুষের মনে বিস্ময়। এ ছাড়াও অগ্নিকান্ডের ঘটনায় এলাকায় এক ভয়ঙ্কর বিষয় হয়ে উঠেছে যা এলাকাবাসীর উদ্বেগের কারণ।এক ইউপি সদস্যের সহযোগিতায় তাদের অপকর্মের সাহসের মূল উৎস। আবু ছায়েদ মানিক, আবু নাছের, সৈয়দ আহম্মদ মোঃ ডালিম, আনোয়ার হোসেন, আবদুল হাইরা অসৎ এবং একটি ভয়ঙ্কর সন্ত্রাসের নাম। তারা এলাকায় একটি নেশাগ্রস্থ গ্রুপে উপজীব্য করে শক্তির বলয় গড়ে তুলেছেন। যার ফলে এলাকায় সাধারণ ও নিরীহ মানুষদের জীবন-যাপন, বসবাস, চলাফেরা করা হুমকি হয়ে উঠেছে। ভূমীদস্যু আবু ছায়েদ মানিকসহ অপরাপর আসামীরা এর পূর্বে কৃষক আবদুল হালীম’র দখলীয়-জায়গা আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইন অমান্য করে জোরপূর্বকভাবে জমিনে হাল দিয়ে আমন ধান রোপন করে থাকে।নাম প্রকাশে অনৈচ্ছুক একজন জনপ্রতিনিধিকে ইঙ্গিত করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন জন প্রতিনিধি প্রকাশ্যে মদদ দিচ্ছেন এমনকি আব্দুল হালীম’র বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আবদুল হালীম না কি তার বসত ঘরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের ঘরে অগ্নিসংযোগ করছেন। এ মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।অপর দিকে কৃষক আব্দুল হালীমসহ তার পরিবারের সকল সদস্যদের নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে একে একে অনেকের এলাকায় বসবাস করা ও শান্তিতে থাকার পথ বন্ধ হয়ে যাবে। ফলে এলাকাবাসী এসকল ভূমীদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসন ও আদালতের কাছে তাদের শাস্তির দাবী করছে।বিস্তারিত পড়ুন বাংলাদেশ সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিতby Munnaনিজস্ব প্রতিনিধি :মফস্বল সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সাংবাদিক পরিষদ ( বাসাপ) এর কেন্দ্রীয় কমিটির এক সাংগঠনিক সভা শুক্রবার ( ৭ অক্টোবর) সকাল ১১টা থেকেকেন্দ্রীয় সভাপতি মাহবুব পলাশ (দৈনিক আজাদী ও দৈনিক যুগান্তর মীরসরাই প্রতিনিধি ) এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিজয় ধর ( দৈনিক আজাদী ও দেশটিভি রাঙ্গামাটি প্রতিনিধি ) এর পরিচালনায় উক্ত সভায় সাংগঠনিক বিভিন্ন সাংগঠনিক কর্মপরিকল্পনা ও নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক ছোটন কান্তি নাথ ( দৈনিক আজাদী ও দৈনিক কালের কন্ঠ চকরিয়া প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক এএইচ এম মান্নান মুন্না (সম্পাদক নোয়াখালী টাইমস, প্রতিনিধি দ্যা ডেইলি নিউ নেশন) কোম্পানীগঞ্জ নোয়াখালী, যুগ্ম সম্পাদক শফিউল আজম (দৈনিক আজাদী পটিয়া প্রতিনিধি), সহ সভাপতি রনজিত ধর ( দৈনিক সংবাদ মীরসরাই প্রতিনিধি ), যুগ্ম সম্পাদক সোলায়মান আকাশ ( দৈনিক আজাদী ফটিকছড়ি প্রতিনিধি), দপ্তর সম্পাদক তালুকদার নির্দেশ বড়ুয়া ( সিনিয়র সহ-সম্পাদক: দৈনিক ইনফো বাংলা ), মো: মেজবাহ উদ্দীন ( দি বাংলাদেশ টুডে ও দৈনিক নবচেতনা কোম্পানীগঞ্জ নোয়াখালী প্রতিনিধি )সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সভায় সর্বসম্মতক্রমে চট্রগ্রাম বিভাগের যেসকল জেলায় সংগঠনের কমিটি গঠন করা হয়নি ওই সকল জেলায় আগামী ডিসেম্বর মধ্যে আহবায়ক কমিটি গঠনসহ সাংগঠনিক বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে, এছাড়া মফস্বল সাংবাদিকদের কল্যাণ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।বিস্তারিত পড়ুন নোয়াখালীতে স্কুল ছাত্রী অদিতা হত্যার প্রতিবাদে সিপিবি'র বিক্ষোভ সমাবেশ ও মিছিলby Munnaনোয়াখালী প্রতিনিধি ::নোয়াখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নোয়াখালী জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় মাইজদী টাউন হল মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সভাপতি কমরেড শহীদ উদ্দিন বাবুলের সভাপতিত্বে কমরেড বিমল মজুমদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সেক্রেটারী কমরেড ডাঃ আবু তাহের ভূঁঞা,কমরেড এ্যাডভোকেট প্রদ্যুৎ কান্তি পাল, রবিউল ইসলাম রিয়াদ,মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, স্কুল ছাত্রী অদিতা কে নিজ বাসায় ধর্ষণের চেষ্টার পর হাতের, পায়ের রগ ও গলাকেটে নির্মম,নিষ্ঠুর, নৃশংস ভাবে খুন করা হয়। অনতিবিলম্বে এ স্কুল ছাত্রী অদিতার খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ সারাদেশে স্কুল কলেজের ছাত্রী এবং নারীদের খুন,ধর্ষণ,নির্যাতন,নিপীড়ন বন্ধের দাবী জানান।সমাবেশ পূর্বে একই দাবীতে মাইজদী শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করেন।বিস্তারিত পড়ুন কোম্পানীগঞ্জে পুলিশের হাত থেকে হ্যাণ্ডকাপসহ আসামী পালিয়ে গেছেby Munnaকোম্পানীগঞ্জ প্রতিনিধি ::নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক মাদক ব্যবসায়ী গ্রেফতারের পর পুলিশের হাত থেকে হ্যাণ্ডকাপসহ পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এঘটনা ঘটে আজ বুধবার দুপুর ২ টায় উপজেলার বসুরহাট পৌরসভা ৮ ওয়ার্ডের জামাইটেক এলাকায় স্বর্ণকার বাড়ীতে।পলায়নকারী আসামীইসমাইল হোসেন বয়াতি ওই এলাকার স্বর্ণকার বাড়ীর মৃত আলী আজ্জমের ছেলেইসমাইল হোসেন প্রকাশ বয়াতি (৪০)। পৌরসভার ৮নং ওয়ার্ডের জামাইর টেক এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন প্রকাশ বয়াতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। কোম্পানীগঞ্জ থানার এএসআই রবিউল ইসলাম একটি সোর্সের সূত্রধরে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর হ্যাণ্ডকাপ পরানো অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আসামী ইসমাইল হোসেনের পুত্রও এ মাদক ব্যবসার সাথে জড়িত তাকে গত সপ্তাহে পুলিশ আটক করলে সেও পালিয়ে যায়। পুলিশের কাছ থেকে পরপর এ দুই আসামী একই বাড়ী থেকে পালিয়ে যাওয়ার ঘটনাকে পুলিশের ব্যর্থতা বলে মনে করেন এলাকাবাসী। তাদের বিরুদ্ধে একধিক মামলা রয়েছে।এএসআই রবিউল জানান, হ্যাণ্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাদেকুর রহমান জানান, অভিযানের সময় পুলিশের সংখ্যা কম থাকায় মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন প্রকাশ বয়াতি তার সহযোগিদের সহায়তায় সে পালিয়ে যায়। এঘটনার পর পরই ওই এলাকায় পুলিশের জনবল বৃদ্ধি করে তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন নোয়াখালী জেলা পরিষদে সদস্য পদে নির্বাচন ১৭ অক্টোবর, চেয়ারম্যান ভোট স্থগিতby Munnaনোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালী জেলা পরিষদে সদস্য পদে নির্বাচন ১৭ অক্টোবর, চেয়ারম্যান ভোট স্থগিতকরেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বুধবার (২৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।আদালত একইসঙ্গে ওই নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন আপিল বিভাগে পাঠিয়ে একই দিন শুনানির তারিখ রাখেন।টিটুর বিরুদ্ধেঋণখেলাপির অভিযোগ উঠেছে।আদালতে টিটুর পক্ষে শুনানি করা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেন। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির।এর আগে গত রোববার (২৫ সেপ্টেম্বর) ঋণখেলাপির অভিযোগ ওঠা নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু।গত ১৮ সেপ্টেম্বর ঋণখেলাপির অভিযোগে আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এ ছাড়া সাধারণ সদস্যপ্রার্থী পাঁচজন ও সংরক্ষিত সদস্যপদে দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন টিটু। সেখানেও মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হলে হাইকোর্টে রিট করেন টিটু।বিস্তারিত পড়ুন Older Posts→Homeজনপ্রিয় পোস্টসমূহকোম্পানীগঞ্জে র‌্যাব টাস্কফোর্সের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তারকোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ::  নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‌্যাব ও টাস্কফোর্সের অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৯৬...জন্মনিবন্ধন সংশোধনে উৎকোচ দাবি করায় কোম্পানীগঞ্জে রামপুর ইউপি সচিবকে গণধোলাই কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: জন্মনিবন্ধন সংশোধন করার জন্য উৎকোচ (ঘুষ) দাবি করায়  নোয়াখালী'র কোম্পানীগঞ্জে রামপুর ইউনিয়নের সচিবকে...কোম্পানীগঞ্জে প্রেমের টানে বাড়ি ছেড়ে না পালানোর শপথ নিল ২০০ স্কুলছাত্রীকোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রেমের টানে বাড়ি ছেড়ে না পালানোর শপথ করলেন নবম ও দশম শ্রেণির প্রায় দুই ...ওমানে সড়ক দুর্ঘটনায় কেম্পানীগঞ্জের যুবক নিহতকোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ওমানের সালালাহ নগরীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সুজন (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৮ মে) ...কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় শৃঙ্খলা ভঙ্গ, চেয়ারম্যানদের হাতাহাতিকোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: আজ ৩১ জুলাই সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে ছিলো মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা। এ সভায় সভাপতিত্ব ক...কোম্পানীগঞ্জে র‌্যাব এর হাতে মাদক ব্যবসায়ী মিল্লাদ আটক, ৭০ বোতল ফেন্সিডিল জব্দ কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‌্যাব -৭ ফেনী  অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান মিল্লাত (৪৮) কে   গ্র...কোম্পানীগঞ্জে নতুন মাদক ক্রিষ্টাল আইসসহ গ্রেফতার ২কোম্পানীগঞ্জ (নোয়াখালী)  প্রতিনিধি ::  ভয়ংকর মাদক 'ক্রিস্টাল মেথড আইস'সহ (উচ্চ মাত্রার এ্যামফিটামিন জাতীয় মাদক) নোয়াখালীর কোম্পান...কোম্পানীগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণ, আদালতে জবানবন্দিকোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ। ধর্ষণের স্বীকার ওই ছাত্...কোম্পানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারকোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর ...মুছাপুর ইউপি'র সাবেক চেয়ারম্যানসহ চৌধুরী পরিবারের বিরুদ্ধে ভূমি দখল, জুলুম ও লুটপাটের অভিযোগে মানববন্ধন করেছে শত শত ভুক্তভোগী নারী-পুরুষএএইচএম মান্নান মুন্না : মালিকানাধীন শত - শত একর সম্পত্তি দখল, সরকারী জায়গায় বাস্তুহারা লোকদের থেকে মাসিক ভাড়া আদায়, জেলে পরিবারের খাস জায়গা...সকল বিভাগhttps://noakhalitimes.com/Uncategorizedআন্তর্জাতিকখেলাধূলাজাতীয়নোয়াখালীফেনীবিজ্ঞান-প্রযুক্তিবিনোদনমুক্তমতরাজনীতিলক্ষীপুরশিক্ষাসারা বাংলাসাহিত্যস্থানীয়স্বাস্থ্যশিক্ষাঅন্যান্য খবরফেইসবুকে আমরাসম্পাদক : HomeCopyright © NoakhaliTimes